এশিয়া

পাকিস্তানে ইমরান সমর্থকদের ব্যাপক ধরপাকড়, গ্রেফতার

পাকিস্তানে ইমরান সমর্থকদের ব্যাপক ধরপাকড়, গ্রেফতার
পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। সময় যতই যাচ্ছে বদলে যাচ্ছে অবস্থা। সাধারণ নির্বাচনে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে যাওয়ার পর থেকেই দেশটিতে শুরু হয়েছে নাটকীয়তা। একারণেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) রাষ্ট্রীয়ভাবে ‘ভোট চুরির’ অভিযোগ তুলে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয়। পার্টির পক্ষ থেকে প্রথমে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সমবেত হওয়ার নির্দেশ দেওয়া হলেও পরবর্তীতে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে রাজধানী ইসলামাবাদে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখার কর্মসূচি দেয়।  এই কর্মসূচিতে যোগ দেয় আরও কয়েকটি দল। ইমরান সমর্থকদের কর্মসূচি ভণ্ডুল করতে  এরইমধ্যে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুরু করেছে ব্যাপক ধরপাকড়। এরইমধ্যে  কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারাও জারি করা হয়েছে। সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলকারীদের ঠেকাতে জলকামানসহ কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কমপক্ষে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমরান খানের দল পিটিআইয়ের দাবি, পুলিশ তাদের কর্মীদের ওপর অযৌক্তিক নির্যাতন শুরু করেছে। এদিকে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় পরিষদের ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নির্বা্চনে সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। ৭৬টি আসন নিয়ে  দ্বিতীয় অবস্থানে রয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল-এন। আর  বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে  ৫৪ আসন। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ৩৩৬টি। এবার জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ২৬৫টি আসনে ভোট নেওয়া হয়েছে। একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে ২৬৪টি আসনে ফল ঘোষণা করা হয়েছে। সরকার গঠনে প্রয়োজন  ১৩৪টি আসন। এ ছাড়া বাকি ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের।

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানে | ইমরান | সমর্থকদের | ব্যাপক | ধরপাকড় | গ্রেফতার