আর্কাইভ থেকে দেশজুড়ে

১০ দফা দাবিতে ইউএমসি জুটমিলের অস্থায়ী শ্রমিদের সমাবেশ

১০ দফা দাবিতে ইউএমসি জুটমিলের অস্থায়ী শ্রমিদের সমাবেশ

বঙ্গবন্ধুর রাষ্ট্রায়াত্ব পাটকল রাষ্টীয় ব্যবস্থাপনায় ফের চালু ও বদলী শ্রমিকদের এরিয়াবিল প্রদানসহ ১০ দফা দাবিতে ইউএমসি জুটমিলের অস্থায়ী শ্রমিকরা শ্রমিক সমাবেশ করেছে।

সোমবার (১৫ মার্চ) সকাল ১০ টা থেকে মিলগেইটের সামনের সড়কে এ কর্মসূচী পালন করেন তারা।

শ্রমিক ও সিবিআইয়ের নেতাদের সূত্রে জানা যায়, লোকসানের কারণে গত বছরের ৭ জুলাই নরসিংদীর ইউএমসি জুট মিলসহ দেশের সকল রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে দিয়েছে সরকার। বন্ধ ঘোষণার পর স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের বকেয়া বেতনসহ সব পাওনা ২০২০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেয় শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়।

পরে ইউএমসি জুটমিলে কর্মরত স্থায়ী ও অস্থায়ী প্রায় ৬ হাজার শ্রমিকের  মধ্যে ৩ হাজার স্থায়ী শ্রমিককে ব্যাংকের মাধ্যমে ১৬০ কোটি টাকা  ও সঞ্চয় পত্রের মাধ্যমে  ১৪০ কোটি টাকা পরিশোধ করা হয়।

কিন্তু মিলটির প্রায় ৩ হাজার অস্থায়ী শ্রমিকের বকেয়া পাওনা ২১ কোটি ১৭ লক্ষ  টাকা পরিশোধ করা বাকি আছে। এসব পাওনাসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করছে শ্রমিকরা।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ১০ | দফা | দাবিতে | ইউএমসি | জুটমিলের | অস্থায়ী | শ্রমিদের | সমাবেশ