জাতীয়

রপ্তানি বহুমুখীকরণে জোর পররাষ্ট্রমন্ত্রীর

রপ্তানি বহুমুখীকরণে জোর পররাষ্ট্রমন্ত্রীর
রপ্তানি থেকে আয় বাড়াতে এবং অর্থনীতির উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রফতানি বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তৈরি পোশাক, ওষুধপণ্য, প্লাস্টিক, চামড়া, পাটজাত পণ্য, জাহাজ নির্মাণ এবং দক্ষ জনশক্তিকে রফতানি বহুমুখীকরণের  জন্য ফোকাস করার কয়েকটি ক্ষেত্র। বললেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গেলো বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে 'অর্থনৈতিক বৈচিত্র্য ও বৈশ্বিক বাজার: বাংলাদেশের সুযোগ ও অগ্রগতি' শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আমসহ কৃষিপণ্য রফতানি বাড়ানোর অনেক সম্ভাবনা রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবসহ একাধিক ফ্রন্টের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গত ১৫ বছরে বাংলাদেশ অসাধারণ উন্নতি করেছে। এটি শুধু জাদু নয়, এটি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‌ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমাদের কৌশলগত অবস্থা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লন্ডনভিত্তিক সেন্টার ফর ইকোনমিক রিসার্চের ভবিষ্যদ্বাণী মতে, বাংলাদেশ ২০৩৮ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশে পরিণত হবে। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির ফোকাস শিল্পনির্ভর, কৃষি খাত শীর্ষে রয়েছে। সার্ভিস সেক্টরও দ্রুত বিকশিত হচ্ছে। বিআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকারের সঞ্চালনায় সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক সাবেক প্রধান সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বিশেষ অতিথির বক্তব্য রাখেন। প্রসঙ্গত, বিদেশী রাষ্ট্রদূত, দেশের সাবেক রাষ্ট্রদূতদের অংশ নেয়া এই সেমিনারে বিআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খান স্বাগত বক্তব্য রাখেন ও গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন রপ্তানি | বহুমুখীকরণে | জোর | পররাষ্ট্রমন্ত্রীর