আন্তর্জাতিক

মৃত্যুর আগে শেষ যা বলেছিলেন নাভালনি

মৃত্যুর আগে শেষ যা বলেছিলেন নাভালনি
রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির জেলে রহস্য মৃত্যু হয়েছে। যিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিদ্বন্দ্বী এবং সমালোচক হিসেবে পরিচিত। গেল বছরের আগস্ট মাসে ‘জালিয়াতি মামলা’য় অ্যালেক্সিকে দীর্ঘ ১৯ বছর জেলে বন্দি থাকার সাজা দিয়েছিল রাশিয়ার এক আদালত। এর আগে জালিয়াতির অভিযোগে সাড়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন এই নেতা। জালিয়াতির অভিযোগে ৪৭ বছর বয়সি এই বিরোধীদলীয় নেতা কারাগারে আটক থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। মূলত নিজের বার্তা আইনজীবীর মাধ্যমে পাঠাতেন আর সেই বার্তাই পোস্ট করা হতো। মৃত্যুর আগে পর্যন্ত নিজের মনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে গেছেন নাভালনি। কী ছিল সেই বার্তাগুলো? গণমাধ্যমের খবর অনুযায়ী, গেলো বছর মস্কোর কাছের এক কারাগার থেকে তাকে আর্কটিক জেল কলোনিতে নিয়ে আসা হয়। ২৬ ডিসেম্বর সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পোস্ট করে তিনি লেখেন, ‘আমার জন্য কেউ চিন্তা কর না। সব ঠিক আছে। আমি খুব খুশি যে, এই জেলে এসেছি।’ তিনি আরও লেখেন, ‘আমি এখন আর্কটিক সার্কেলের ওপরে থাকি। জানালার বাইরে প্রথমে রাত, তার পর সন্ধ্যা, তার পর আবার রাত দেখা যায়।’ কয়েক সপ্তাহ পরে জেলের মধ্যে নিভৃতবাসে কাটানোর পর আর্কটিক কারাগারে তার দিন কেমন কাটছে তা জানিয়ে লেখেন, ‘আমার ধারণা যে, সুদূর উত্তরের একটি নির্জন কারাগারে আমাকে বন্দি রেখে পুতিন সন্তুষ্ট।’ জেলের মধ্যে বরফে হাঁটতে হাঁটতে তিনি অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর কথা ভাবছিলেন বলেও লিখেছিলেন অ্যালেক্সি। ‘ভ্যালেন্টাইনস ডে’-র দিন স্ত্রী ইয়ুলিয়ার উদ্দেশে প্রেমবার্তাও দিয়েছিলেন এই নেতা। সম্প্রতি অ্যালেক্সির মামলার শুনানি ছিল রাশিয়ার এক আদালতে। এদিনের একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। ওই ভিডিওতে তাকে বিচারকদের সঙ্গে মজা করতে দেখা যায়। এটিই ছিল জেলের বাইরে তার শেষ ভিডিও।

এ সম্পর্কিত আরও পড়ুন মৃত্যুর | আগে | শেষ | বলেছিলেন | নাভালনি