আন্তর্জাতিক

ভোট জালিয়াতি স্বীকার করে পাকিস্তানে নির্বাচন কমিশনারের পদত্যাগ

ভোট জালিয়াতি স্বীকার করে পাকিস্তানে নির্বাচন কমিশনারের পদত্যাগ
পাকিস্তানে নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়মের স্বীকার করে পদত্যাগ করলেন রাওয়ালপিন্ডির নির্বাচন কমিশনার লিয়াকত আলী চট্টা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লিয়াকত। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম জিও নিউজ। এ নির্বাচন কমিশনার বলেন, রাওয়ালপিন্ডিতে ১৩ জন প্রার্থীকে জোর করে জয়ী ঘোষণা করা হয়েছে। ৫০ হাজার ভোটে ব্যবধানে পরাজিত হওয়া প্রার্থীকে ভোট বেশি দেখিয়ে তাঁরা জয়ী করেছেন। তিনি বলেন,   ফজরের নামাজের পর আত্মহত্যা করতে চেয়েছিলাম। তবে পরে তিনি চিন্তা করলেন, তিনি কেন মহাপাপের মৃত্যুকে বরণ করে নেবেন? কেন তিনি সব কিছু মানুষের সামনে প্রকাশ করে দেবেন না? এ নির্বাচন কমিশনার বলেন, রাওয়ালপিন্ডি ডিভিশনে ভোট জালিয়াতির দায়দায়িত্ব তিনি মেনে নিচ্ছেনে একই সাথে নিজেকে পুলিশে সোপর্দ করছেন। উল্লেখ্য, ভোট কারচুপির অভিযোগ এনে এখনো বিক্ষোভ দেখাচ্ছে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ। দলটির দাবি, তাদের সমর্থিত প্রার্থীরা ১৫০টির বেশি আসনে জয় পেলেও তা কারচুপি করে ৯২টি করে দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভোট | জালিয়াতি | স্বীকার | করে | পাকিস্তানে | নির্বাচন | কমিশনারের | পদত্যাগ