দেশজুড়ে

অজানা ভাইরাসে দুই বোনের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

অজানা ভাইরাসে দুই বোনের মৃত্যু, বাবা-মা হাসপাতালে
রাজশাহীতে অজানা ভাইরাসে তিন দিনের ব্যবধানে দুই বোনের মৃত্যু হয়েছে। একই ভাইরাসে তাদের বাবা-মাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর আইসোলেশন ওয়ার্ডে ওই দুই শিশুর বাবা ও মাকে চিকিৎসাধীন থাকতে দেখা গেছে। দুই শিশুর বাবার নাম মনজুর রহমান (৩৫)। তিনি রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক। তার স্ত্রী পলি খাতুন (৩০)। তাদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে। তবে তারা রাজশাহীর চারঘাটের সারদায় ক্যাডেট কলেজের কোয়ার্টারেই থাকতেন। মৃত ওই দুই শিশুর মধ্যে মুনতাহা মারিশার বয়স প্রায় দুই বছর। আর তার বোন মুফতাউল মাশিয়ার বয়স পাঁচ বছর। জ্বর নিয়ে রামেক হাসপাতালের আইসিইউতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মারা যায় মাশিয়া। আর গেলো বুধবার একই লক্ষণ নিয়ে মারা যায় ছোট বোন মারিশা। স্বজনদের ভাষ্য, গেলো ১৩ ফেব্রুয়ারি সকালে না ধুয়ে বরই খেয়েছিল মারিশা আর মাশিয়া। পরদিন ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে মারিশার জ্বর আসে। দুপুরের পর শুরু হয় বমি। রাজশাহীর সিএমএইচ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এরপর গেলো শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে মাশিয়ারও জ্বর আসে। শুরু হয় বমি। রাতে মাশিয়ারও পুরো শরীরে ছোপ ছোপ কাল দাগ উঠতে শুরু করে। রাতেই তাকে রামেক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করান। শনিবার বিকেলে মাশিয়াও মারা যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুজ্জামান জানান, টেস্টের রিপোর্ট হাতে আসলে শিশু দুটির মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে তাদের বাবা মায়ের শারীরিক অবস্থা ভালো। কিন্তু মানসিকভাবে তারা ভয়াবহ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন অজানা | ভাইরাসে | দুই | বোনের | মৃত্যু | বাবামা | হাসপাতালে