আর্কাইভ থেকে দেশজুড়ে

বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে একজনের মৃত্যু

বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে একজনের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে তৌহিদুল ইসলাম (২৬) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কামারপাড়া চারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল একই উপজেলার মর্ণেয়া ইউনিয়নের খলিফাবাজার চৌদ্দমাথা এলাকার টেক্কা মিয়ার ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই বিষয়ে রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম) প্রমোদ কুমার দে জানান, ওই এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের কাজ পায় মেসার্স নাহার কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইনম্যান তৌহিদুল ইসলাম সোমবার সকালে বিদ্যুতের পোলে উঠে কাজ করছিলেন।

এ সময় পল্লী বিদ্যুতের সুভারভাইজার ফজলু মিয়া লাইন চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই লাইনম্যান। সুপারভাইজার ফজলু মিয়ার দায়িত্বে অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটে।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বিদ্যুৎ | লাইনের | সংযোগ | গিয়ে | একজনের | মৃত্যু