ফুটবল

এমবাপ্পের বিকল্প হিসেবে রাশফোর্ডকে চায় পিএসজি

এমবাপ্পের বিকল্প হিসেবে রাশফোর্ডকে চায় পিএসজি
কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ছেন এটা ইতোমধ্যে নিশ্চিতই প্রায়। তার নতুন সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে মতো বড় তারকা চলে গেলে তাঁর জায়গায় কাকে খেলাবে ফরাসি ক্লাবটি তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দৈনিক দ্য টাইমস বলছে, এমবাপ্পে চলে যাওয়ার পর তার জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মার্কাস রাশফোর্ডকে আনতে চায় পিএসজি। যদিও ইংলিশ এই ফরোয়ার্ড ছাড়াও এসি মিলানের রাফায়েল লিও এবং নাপোলির গোলমেশিন ভিক্টর ও সিমহেন রয়েছেন পিএসজির রাডারে। চলতি মৌসুমে ম্যানইউয়ের হয়ে রাশফোর্ড তেমন পারফর্ম করতে পারেননি। ২৬ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ খেলে ৫ গোল এবং ৬টি অ্যাসিস্ট করেছেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন এমবাপ্পের | বিকল্প | হিসেবে | রাশফোর্ডকে | চায় | পিএসজি