জাতীয়

ভারত থেকে আসছে ৫০ হাজার টন পেঁয়াজ

ভারত থেকে আসছে ৫০ হাজার টন পেঁয়াজ
বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করতে সে দেশের ব্যবসায়ীদের অনুমতি দিয়েছে ভারত। ডিসেম্বর থেকে রপ্তানি বন্ধ থাকার পরে এবার মোট ৩ লক্ষ টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে ভারত সরকার। গেলো রোববার (১৮ ফেব্রুয়ারি) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে মহরাষ্ট্রের কৃষকরা। রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বলা হয়, মহারাষ্ট্র এবং গুজরাটে প্রচুর পরিমাণ পেঁয়াজ মজুদ আছে। এ কারণে বাজারে পেঁয়াজের দাম নিম্নমুখী। রোববার এ দাম প্রতি হাজার কেজিতে আরও ১০০ রুপি কমে যায়। মহারাষ্ট্রের উপ প্রধানমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। এদিকে  পেঁয়াজ উৎপাদনে জড়িত মহারাষ্ট্র  কৃষক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জানান, পেঁয়াজ রপ্তানি শুরু হলে তাঁরা ভালো দাম পাবেন বলে আশা করছেন। এদিকে ভারতীয় পেঁয়াজ ও চিনি আমদানির জন্য যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। তাদেরকে এলসি খোলার পরামর্শ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকেই ভারতীয় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। প্রসঙ্গগত, গেলো ২৪ জানুয়ারি ভারতের কাছে ১ লাখ টন চিনি ও ৫০ হাজার টন পেঁয়াজ সরবরাহের পদক্ষেপ নিতে অনুরোধ করেছিল বাংলাদেশ।  

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | আসছে | ৫০ | হাজার | টন | পেঁয়াজ