বাংলাদেশ

আগাম জামিন পেলেন বিএনপি নেতা বুলু

আগাম জামিন পেলেন বিএনপি নেতা বুলু
প্রধান বিচারপতির বাসায় হামলাসহ রমনা থানার চার মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এ বিষয়ে চারটি পৃথক আবেদনের শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত থেকে বেরিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, দুই মাস চেষ্টা করার পর আজকে জামিন পেলাম। বাংলাদেশে এই মিথ্যা মামলা চলছে। গত বছরের ২৮ অক্টোবরের ঘটনায় আমাদের এক লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সমাবেশের পর প্রায় ২৫ থেকে ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সিনিয়র সব নেতারাই কারাগারে। তিনি বলেন,  গ্রেফতারের আশঙ্কায় বিএনপি দলীয় কর্মসূচি কম  পালন করছে। গত ৭ জানুয়ারির নির্বাচন একটি ভূঁয়া নির্বাচন। দেশের মানুষের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে নির্বাচন করা হয়েছে। প্রসঙ্গত, আদালতে বুলুর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট তারেক ভুঁইয়া ও  মো. মনির উদ্দিন।

এ সম্পর্কিত আরও পড়ুন আগাম | জামিন | পেলেন | বিএনপি | নেতা | বুলু