আর্কাইভ থেকে দেশজুড়ে

৩০ শতাংশ কাজ শেষ করতে আরেকবার সুযোগ চাই: সাক্কু

৩০ শতাংশ কাজ শেষ করতে আরেকবার সুযোগ চাই: সাক্কু

কুমিল্লা সিটির যানজট ও জলাবদ্ধতা পরিপূর্ণ নিরসনে যেসব পরিকল্পনা করা হয়েছে, তা স্থায়ীভাবে বাস্তবায়ন করতে আরও তিন বছর সময় দরকার। সিটির ৭০ শতাংশ কাজ শেষ, বাকি ৩০ শতাংশ কাজ শেষ করার জন্য আরেকবার সুযোগ চাই। বললেন কুমিল্লা সিটি করপোরেশেন (কুসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। 

রোববার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে শহরের নানুয়ারদিঘির পাড়ের নিজ বাসভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক সাক্কু বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে শহরের ৪১টি ভবন মালিককে চিঠি দেওয়া হয়েছে। এবার নির্বাচিত হলে সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

গত বছর নানুয়ারদিঘির পাড়ে মন্দির কাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুঃখ প্রকাশ করে সাক্কু বলেন, আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি পূজার সময় মন্দিরে একজন আনসার হলেও রাখা হয়, কিন্তু দুঃখজনক অপ্রীতিকর ঘটনার সময় ওই মন্দিরে একজন পুলিশ সদস্য তো দূরে থাক, একজন আনসারও রাখা হয়নি। আমি এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছি। আমার মেয়রগিরি প্রশ্নবিদ্ধ করতে এ ঘটনা ঘটানো হয়েছে। 

তার নির্বাচনী ইশতেহারে সড়ক বাতি, শিক্ষা ও সংস্কৃতি, ধর্মীয় ক্ষেত্র, বিনোদন, স্বাস্থ্যসেবা, তথ্য-প্রযুক্তি, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বাজার-শপিংমল আধুনিকায়ন, ক্রীড়া ও খেলার মাঠ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন, নিরাপত্তা বিধান, মাদক-সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত সমাজ গঠন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা প্রদান, পাঠাগার স্থাপন, গণশুনানিতে গৃহকর নির্ধারণ ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন ৩০ | শতাংশ | কাজ | শেষ | করতে | আরেকবার | সুযোগ | চাই | সাক্কু