ক্রিকেট

বিপিএল সার্কাসের মতো লাগে হাথুরুর কাছে

বিপিএল সার্কাসের মতো লাগে হাথুরুর কাছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একমাত্র টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। তবে টুর্নামেন্টটির মান নিয়ে প্রশ্ন ওঠে প্রতি আসরেই।  এবার বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে কোনো রাখঢাক না রেখেই সরাসরি এই টুর্নামেন্টের কার্যকারিতা আর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’ বিপিএলে বিদেশি খেলোয়াড়দের ইচ্ছা মতো আসা যাওয়া প্রসঙ্গে লঙ্কান এই কোচ বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’ হাথুরুসিংহে আরও বলেন, ‘এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে।  তা না হলে এরা এসব কোথায় শিখবে? আমাদের মাত্র একটাই টুর্নামেন্ট।’  

এ সম্পর্কিত আরও পড়ুন বিপিএল | সার্কাসের | মতো | লাগে | হাথুরুর | কাছে