জাতীয়

যুক্তরাষ্ট্র এখন দেশের বড় উন্নয়ন সহযোগী : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র এখন দেশের বড় উন্নয়ন সহযোগী : পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র এখন দেশের বড় উন্নয়ন সহযোগী। পণ্য রপ্তানির বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। সম্পর্কের নতুন যুগ সৃষ্টিতে কাজ করতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্র। বললেন, পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ। রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা সফররত মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখারের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাহিনীটির সাত জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার কর‌তে দেশটিকে অনুরোধ করেছে বাংলাদেশ। মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যু নিয়ে মন্ত্রী  বলেন, মিয়ানমার এর কারণে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।  আরাকান আর্মির সাথে সরকারি বাহিনী সংঘাতে এবং এর কারণে যে আঞ্চলিক নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে, সেটা তুলে ধরা হয়েছে।  রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান।  এটির সাথে একমত যুক্তরাষ্ট্র। দেশটি মিয়ানমারের ওপর যাতে বাড়তি চাপ অব্যহত রাখে, সে আহ্বান জানানো হয়েছে  বৈঠকে। হাছান মাহমুদ আরও বলেন, এছাড়াও গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা, রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক ক্ষতি নিয়েও বৈঠকে কথা হয়েছে। প্রসঙ্গত, বৈঠকে নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে কোন আলাপ হয় নি।      

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | এখন | দেশের | বড় | উন্নয়ন | সহযোগী | | পররাষ্ট্রমন্ত্রী