ক্রিকেট

সেঞ্চুরি করে গাড়ি উপহার পেলেন বাবর

সেঞ্চুরি করে গাড়ি উপহার পেলেন বাবর
নিজ জন্মশহর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন বাবর আজম।  পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে বাবরের  ৬৩ বলে ১১১ রানের ইনিংসে ইসলামাবাদ ইউনাইটেডকে ৮ রানে হারিয়ে দেয় পেশোয়ার জালমি। দুর্দান্ত এই সেঞ্চুরি করার পর বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে বিখ্যাত মরিস গ্যারেজ (এমজি) ব্র্যান্ডের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মরিস গ্যারেজের ‘এইচএস এসেন্স ১.৫টি’ মডেলের একটি গাড়ির ছবি পোস্ট করে আফ্রিদি লিখেছেন, ‘বাবর আজমের জন্য এমজি উপহার। (পাকিস্তানে) সে-ই প্রথম এমসি এসেন্স চালাবে। (গাড়িটি) পাকিস্তানে তৈরি।’ এমজি হলো যুক্তরাজ্যের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। বর্তমানে তাদের বিভিন্ন মডেলের গাড়ি পাকিস্তানেও তৈরি করা হচ্ছে। বাবরকে দেওয়া গাড়িটির দাম ৮০ লাখ ৯৯ হাজার পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় ৩১ লাখ ৮২ হাজার টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন সেঞ্চুরি | করে | গাড়ি | উপহার | পেলেন | বাবর