আর্কাইভ থেকে বাংলাদেশ

কেবিনে গেলেন খালেদা জিয়া

কেবিনে গেলেন খালেদা জিয়া

টানা চারদিন চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)কেবিনে নেয়া হয়েছে।

বুধবার (১৫ জুন) দুপুর ১টা ৫ মিনিটে তাকে সিসিইউ থেকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। 

মঙ্গলবার (১৪ জুন) খালেদা জিয়ার হার্টে রিং পড়ানোর ৭২ ঘণ্টা অতিক্রমের পর তার চিকিৎসরা তাকে শঙ্কামুক্ত বলে জানান।

এর আগে শনিবার (১১ জুন) বেলা ২টা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই সময় শেষ হওয়ার পরও সোমবার তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

শুক্রবার রাতে হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার তিনটি ব্লক ধরা পড়েছিল। এর মধ্যে একটি ছিল ক্রিটিক্যাল (জটিল)। সেখানে রিং স্থাপন করা হয়েছে। 

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন কেবিনে | গেলেন | খালেদা | জিয়া