দুর্ঘটনা

‘কাচ্চি ভাই’ ভবনের অতীত-বর্তমান

‘কাচ্চি ভাই’ ভবনের অতীত-বর্তমান
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, এ ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কা মুক্ত নন। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ বিরিয়ানির দোকান খ্যাত ভবনটিতে আগুন লাগে। এক সময় আলোক ঝলমল ভবনটি দৃষ্টি আকর্ষণ করতো মানুষের। দৃষিনন্দন এ ভবনে মুখরোচক খাবার খেতে ভিড় করতেন ভোজন বিলাসীরা। আজ সবই অতীত। সাপ্তাহিক ছুটির আগের রাতে অনেকেই গিয়েছিলেন বেইলি রোডের এ ভবনে রাতের খাবার খেতে। ‘কাচ্চি ভাই’ বিরিয়ানির দোকানে ছিলো বিশেষ ছাড়। যার কারণে অন্য দিনের চেয়ে সমাগম বেশিই ছিলো। সেই আনন্দের সময়টুকু বেশি স্থায়ী হলো অনেকের ভাগ্যে। রাত তখন ৯টা বেজে ৫০ মিনিট। কোন একটি দোকানে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। চারদিকে মানুষের আর্তনাত। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ছেঁয়ে যায় পুরো ভবন। ডাকা হয় ফায়ার সার্ভিস। কিন্তু এরইমধ্যে অনেকে জ্বলসে যান আগুনে। মারাও যান অনেকে। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও মানুষ। প্রতিবেদন খেলা পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন- প্রবাসীর পরিবারের ৫ সদস্য, মা ও তার দুই ছেলে, মা ও তার ছেলে-মেয়ে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, সংবাদকর্মী, নিরাপত্তাকর্মীসহ নানা পেশার মানুষ। সময়ের পরিক্রমায় হয়তো মানুষ ভুলে যাবে ২৯ ফেব্রুয়ারির ভয়াল রাতের কথা। আবার হয়তো ফিরবে কোলাহল। প্রাণ পাবে বেইলি রোডের এ ভবন। তবে ক্ষত কখন শুকিয়ে যাবে না স্বজনহারা মানুষের।

এ সম্পর্কিত আরও পড়ুন কাচ্চি | ভাই | ভবনের | অতীতবর্তমান