আর্কাইভ থেকে দেশজুড়ে

কুমিল্লা শহরকে সাজাতে সাক্কুর সহযোগিতা নেবেন রিফাত

কুমিল্লা শহরকে সাজাতে সাক্কুর সহযোগিতা নেবেন রিফাত

জলাবদ্ধতা, যানজট ও ড্রেনেজ সমস্যা সমাধানের পাশাপাশি কুমিল্লা শহরকে ঢেলে সাজাতে প্রয়োজনে সাবেক মেয়রের সহযোগিতা নেয়া হবে। বললেন সদ্য বিজয়ী কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

বৃহস্পতিবার (১৬ জুন) নির্বাচনের পরদিন সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ভালো নগরবিদ না হলে, একটা শহরকে কখনোই ভালোভাবে সাজানো যায় না। 

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (১৫ জুন) রাত সাড়ে নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বেসরকারি এ ফল ঘোষণা করেন।

এর আগে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে বিকেল ৫টায় ফলাফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। প্রথম থেকেই ফলাফলে একবার রিফাত এগিয়ে ছিলেন, আরেকবার সাক্কু এগিয়ে ছিলেন। প্রায় চার ঘণ্টার ফল ঘোষণার সময়ে একেকবার ফলাফল একেকজনের দিকে হেলে পড়ে। সবশেষে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন কুমিল্লা | শহরকে | সাজাতে | সাক্কুর | সহযোগিতা | নেবেন | রিফাত