আর্কাইভ থেকে বাংলাদেশ

বন্যা আতঙ্কে যমুনার তীরবর্তী মানুষ

বন্যা আতঙ্কে যমুনার তীরবর্তী মানুষ

টাঙ্গাইলে যমুনাসহ বেশ কয়েকটি নদীর পানি বাড়তে থাকায় তীরবর্তী অঞ্চলের মানুষের মাঝে বন্যা আতঙ্ক শুরু হয়েছে। এতে করে জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড। তবে পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

আজ শুক্রবার (১৭ জুন) সকালে যমুনা নদীর পানি জোকারচর পয়েন্টে ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে যমুনাসহ অন্যান নদীর পানি  বাড়তে থাকায় জেলার ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বসতবাড়িতে উঠতে শুরু করেছে বন্যার পানি। 

এ ছাড়াও  আবাদি জমিসহ বিভিন্ন ফসল পানির নিচে চলে যাচ্ছে। এতে করে চরম আর্থিক ক্ষতির সম্মুক্ষীন হচ্ছে কৃষকরা।

এ ব্যাপারে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, যমুনাসহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির গতিবিধি ভালো না। সামনে বন্যা আসছে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.আতাউল গনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে। টাঙ্গাইলে বন্যার আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন বন্যা | আতঙ্কে | যমুনার | তীরবর্তী | মানুষ