আর্কাইভ থেকে বাংলাদেশ

চড়া দামে বিক্রি হচ্ছে গাজর, টমেটো

চড়া দামে বিক্রি হচ্ছে গাজর, টমেটো

রাজধানীর বাজারগুলোতে গেলো সপ্তাহের মত এখনো চড়া দামে বিক্রি হচ্ছে গাজর ও টমেটো।  প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে। পাকা টমেটো প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে।

আজ শুক্রবার (১৭ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।

বাজারে বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এছাড়া কাঁচা পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়, পটল, ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। কচুর লতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। 

বাজারে নতুন আসা বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। তবে সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পাকিস্তানি কক বা সোনালি মুরগির দাম কমেছে। কেজিতে এই মুরগির দাম কমেছে ৪০ টাকা পর্যন্ত। সোনালি মুরগির পাশাপাশি কমেছে শসার দাম। গেলো সপ্তাহে ৮০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম কমে এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা আমদানি করা রসুনের কেজি বিক্রি করছেন ১৫০ থেকে ১৬০ টাকা দরে। দেশি রসুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। সপ্তাহের ব্যবধানে এগুলোর দামে পরিবর্তন আসেনি।

মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকায়। তেলাপিয়া, পাঙাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা। শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৬০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা। কৈ মাছের কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা। পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা। সপ্তাহের ব্যবধানে এসব মাছের দামে পরিবর্তন আসেনি।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন চড়া | দামে | বিক্রি | হচ্ছে | গাজর | টমেটো