রাজনীতি

উপজেলা নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : রিজভী

উপজেলা নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : রিজভী
শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটিই আমাদের দলীয় সিদ্ধান্ত। তাই দলের এই সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশ নেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বললেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (০৪ মার্চ) সকাল এগারোটায় বগুড়ায় দুর্বৃত্তদের হাতে নিহত বিএনপি নেতা আব্দুল মতীনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রিজভী বলেন, আগামী উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না। দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করবেন,অতীতের মতোই ওইসব নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে। এর আগে, উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইলে আব্দুল মতীনের গ্রামের বাড়িতে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা এবং নিহতের স্ত্রী লাইলী বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন রিজভী। এসময়ে নিহত বিএনপি নেতার  ছেলে মিলন রহমান, মেয়ে মৌসুমী আক্তার, জামাই নাজিমুদ্দিন নাজু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী নিহত আব্দুল মতীনের কবরে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর বগুড়ার শেরপুরে পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলা হলে, গ্রেপ্তারের ভয়ে ধানক্ষেতসহ বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। উল্লেখ্য,  এরই একপর্যায়ে ২২ নভেম্বর রাতের কোনো একসময় দুর্বত্তরা তাকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরদিন ২৩ নভেম্বর ভোরে বাড়ির পাশের ফসলি মাঠ থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান বিএনপি নেতা আব্দুল মতীন।

এ সম্পর্কিত আরও পড়ুন #উপজেলা #নির্বাচনে #অংশ #নিলে #তাদের #বিরুদ্ধে #ব্যবস্থা # #রিজভী