আর্কাইভ থেকে বাংলাদেশ

আসাম-মেঘালয়ের বন্যা পরিস্থিতির অবনতি, আরও ১১ জনের মৃত্যু

আসাম-মেঘালয়ের বন্যা পরিস্থিতির অবনতি, আরও ১১ জনের মৃত্যু

ভারতের আসাম ও মেঘালয়ে প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ৪৪ লাখের বেশি মানুষ ভোগান্তিতে। গেলো ২৪ ঘণ্টায় ভারতের এই দুই রাজ্যে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বন্যায় এই দুই রাজ্যে মোট প্রাণহানি হয়েছে ৫২ জনের।

সোমবার (২০ জুন) দুটি রাজ্যেই সতর্কতা হিসেবে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর। সূত্র: হিন্দুস্তান টাইমস

স্থানীয় বাসিন্দাদের দাবি, সবচেয়ে খারাপ পরিস্থিতি আসামের। রাজ্যটির ৩৫টি জেলার মধ্যে ৩৩টিই বন্যাদুর্গত। তলিয়ে গেছে পাঁচ হাজারের বেশি গ্রাম। ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে রাজ্যের কপিলি নদী।

তাছাড়া, ব্রহ্মপুত্র নদের পানি তিন জায়গায় অতিক্রম করেছে বিপদসীমা। রাজ্যটির ৭৪৪টি আশ্রয় কেন্দ্রে মাথা গুজেছেন এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে প্রতিবেশি মেঘালয় রাজ্যেও। দুর্যোগ মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের কাছে ৩০০ কোটি রুপি সহায়তা চেয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। 

এদিকে, ত্রিপুরায় বাস্তুচ্যুত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন আসামমেঘালয়ের | বন্যা | পরিস্থিতির | অবনতি | আরও | ১১ | জনের | মৃত্যু