আর্কাইভ থেকে দেশজুড়ে

আইপিএস বন্ধ করতে গিয়ে দুইজনের মৃত্যু

আইপিএস বন্ধ করতে গিয়ে দুইজনের মৃত্যু

আইপিএস বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২০ জুন) সকালে চট্রগ্রামের কাতালগঞ্জে খান হাউসের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা দুইজন হলেন, আবু তাহের (বাড়ির কেয়ার টেকার) ও হোসেন (ড্রাইভার)।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, বৃষ্টির কারণে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু পরিমাণ পানি উঠে। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। পানি উঠায় কেয়ারটেকার আবু তাহের আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে আটকে যান। তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুৎতায়িত হন।

স্থানীয়রা প্রথমে হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে কেয়ারটেকার আবু তাহেরকে  উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর ভবনটির নিচ তলার বাসিন্দাদের দ্বিতীয় তলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন আইপিএস | বন্ধ | করতে | গিয়ে | দুইজনের | মৃত্যু