দেশজুড়ে

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তরুণ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ করেছিলো: অর্থমন্ত্রী

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তরুণ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ করেছিলো: অর্থমন্ত্রী
‘জয় বাংলা’ স্লোগান শুনলে পাক বাহিনীর বুক কেঁপে উঠত।  ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তৎকালীন তরুণ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধে  অংশগ্রহন করেছিলো। বললেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার (৮ মার্চ) সকালে দিনাজপুরের খানসামা উপজেলার বাংলা ভাষা কলেজের চার তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তিনিই আমাদের ‘জয় বাংলা’ স্লোগান শিখিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর জন্যও স্লোগান দিতে হবে। শেখ হাসিনা যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন তার জন্য দোয়া করতে হবে। তার নেতৃত্বে দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখিয়েছেন যে মাথা উঁচু করে থাকতে হবে। আমরা স্বাধীন ও গর্বিত জাতি, আমরা কারও কাছে মাথানত করব না। অর্থমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানের দায়িত্ব অধ্যক্ষকে নিতে হবে। দায়িত্ব গ্রহণে অবহেলা করা যাবে না। আমরা অবহেলার পথে যেতে চাই না, আমরা উন্নয়নের পথে যেতে চাই। সব কিছুর চেহারা পাল্টে গেছে। আগে কী ছিল? আর এখন কী হয়েছে। সবই উন্নয়নের ছোঁয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এস. এম. শাহীনূর ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, ওই কলেজের অধ্যক্ষ শাহ্ মো. আবু হাসান টুটুল, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আইনুল হক শাহ্, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থীসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন জয় | বাংলা | স্লোগান | দিয়ে | তরুণ | প্রজন্ম | মহান | মুক্তিযুদ্ধ | করেছিলো | অর্থমন্ত্রী