আর্কাইভ থেকে বাংলাদেশ

‘ডন থ্রি’তে একসঙ্গে দুই ডন!

‘ডন থ্রি’তে একসঙ্গে দুই ডন!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন অমিতাভ বচ্চন। সেখানে দেখা যাচ্ছে, তার অভিনীত ‘ডন’ সিনেমার পোস্টারে সই করছেন তিনি। পাশে বসে তার দিকে তাকিয়ে আছেন আর এক ‘ডন’ শাহরুখ। ছবির ক্যাপশনে মেগাস্টার লিখেছেন, ‘একই শিরায় অবিরত প্রবহমান... ডন।’

তবে কি আবার পর্দায় এক সঙ্গে কাজ করতে চলেছেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান! তাও আবার কিনা ‘ডন’-এর সিকুয়েলে! গেলো শনিবার (১৮ জুন) রাতে বিগ বি-র পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। কেউ কেউ একে একে দুই করে ধরেই নিয়েছেন, ফারহান আখতারের আগামী ছবি আদতে ‘ডন থ্রি’। এবিষয়ে নাকি প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গেও কথা বলেছেন ‘ডন’ এবং ‘ডন ২’-র পরিচালক।

অমিতাভ বচ্চনের পোস্ট থেকেই গুঞ্জন ছড়িয়েছে ‘ডন থ্রি’ নিয়ে। নেটাগরিকদের অনেকে মনে করছেন, ‘ডন’ এর পরবর্তী সিকুয়েলে একসঙ্গে দেখা যাবে অমিতাভ-শাহরুখকে।

আরও একটা গুঞ্জন হল, শাহরুখ অভিনীত ‘ডন’-এর পরিচালক ফারহান আখতারকে নিয়ে। এখন ‘জি লে জরা’ সিনেমার কাজ শুরু করেছেন পরিচালক। ওই ছবিতে রয়েছেন শাহরুখের ‘ডন’-এর নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া। এছাড়াও আছেন ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট। অনেকেই মনে করছেন, এ কাজের পরে ‘ডন থ্রি’-র কাজ শুরু হবে। যদিও এ নিয়ে অমিতাভ, শাহরুখ বা ফারহান কেউই কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, অমিতাভ অভিনীত ‘ডন’ মুক্তি পায় ১৯৭৮ সালে। ওই ছবির রিমেক হয় ২০০৬ সালে যেখানে শাহরুখ খানকে দেখো গেছে ডন রূপে। ‘ডন ২’ ছবিটি রিলিজ হয় ২০১১ সালে। এবার ‘তৃতীয়’ ‘ডন’ ছবির অপেক্ষায় দর্শকদের মনে যেন প্রত্যাশার পারদ চড়ছে।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন ডন | থ্রিতে | একসঙ্গে | দুই | ডন