বলিউড

ছেলে আরিয়ানের পরিচালনায় অভিনয় করলেন শাহরুখ-সুহানা

ছেলে আরিয়ানের পরিচালনায় অভিনয় করলেন শাহরুখ-সুহানা
সদ্য সিনেমায় পা দিয়েছেন শাহরুখ কণ্যা সুহানা। আর অন্যদিকে ছেলে আরিয়ান জামা-কাপড়ের ব্যবসায় হাত পাকাচ্ছেন। তবে সুহানা কিন্তু তার প্রথম ছবিতে দর্শকদের মন জয় করতে পারেননি। অন্যদিকে, আরিয়ানের ব্যবসাও তেমন জমছে না। ঠিক এই সময়ই ছেলে ও মেয়ের দুজনের কেরিয়ার সামলাতে মাঠে নামলেন শাহরুখ। মেয়েকে সঙ্গে নিয়েই ছেলের পরিচালনায় বিজ্ঞাপনে অভিনয় করে ফেললেন শাহরুখ। এই বিজ্ঞাপনের ভিডিও এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। লোকে ভাবছে বাবার মতো ছেলেও হয়তো নায়ক হবেন। কিন্তু  শাহরুখের ছেলে আরিয়ানের মগজে অভিনয় নয়, আছে অন্য কিছু। প্রথমে অবশ্য পরিচালনায় আসবেন ঠিক করেছিলেন। তবে সে চিন্তায় আপাতত পানি। তারপর হঠাৎ খবর, অ্যালকোহলের ব্র্য়ান্ড খুলেছেন আরিয়ান। আর এবার তো সোজাসুজি জামাকাপড়ের ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান। যার নাম ডি’য়াভেল ডট এক্স। আর সেই পোশাক কোম্পানির আসন্ন প্রচারের অঙ্গ হয়ে উঠলেন শাহরুখ খান। অন্যদিকে, বলিউডে রটে যাওয়া খবর অনুযায়ী পরিচালক সুজয় ঘোষের নতুন থ্রিলার ছবিতে নাকি একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সুহানাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন ছেলে | আরিয়ানের | পরিচালনায় | অভিনয় | শাহরুখসুহানা