রাজধানীর কামরাঙ্গীচরের পশ্চিম রসুলপুর বাগান বাড়ি এলাকা থেকে ইয়াবা ও আইসসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারের নাম লাবনী বেগম।
আজ রোববার (১৯ জুন) কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রসুলপুর বাগান বাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাত ১১টার দিকে ৫ গ্রাম আইস ও ১ হাজার পিস ইয়াবাসহ লাবনী নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার লাবনীর নামে কামরাঙ্গীরচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন রয়েছে।
নতুন করে ইয়াবা ও আইসসহ গ্রেপ্তারের ঘটনায় তার নামে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।