জাতীয়

পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য

পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য
বাংলাদেশ কোস্ট গার্ডের ৪০ জন্য সদস্য বীরত্ব ও সাহসিকতার জন্য কোস্ট গার্ড পদক পেয়েছেন। রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাহিনীটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তাদের হাতে তুলে দেন। কোস্ট গার্ড জানায়, এবার বাংলাদেশ কোস্ট গার্ড পদক ১০ জন, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ১০ জন, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ১০ জন এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক ১০ জনসহ মোট ৪০ জনকে পদক দেয়া হয়। পদকপ্রাপ্ত ৪০ জনের মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পদক পেয়েছেন-কমডোর মোহাম্মদ মঈনুল হাসান, ক্যাপ্টেন মোহাম্মদ মনজুর-উল-করিম চৌধুরী, ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ, লে. কমান্ডার মো. রেদোয়ান উল ইসলাম, লে. কমান্ডার আব্দুর রহমান, লে. এম হাসান মেহেদী, লে. মাশহাদ্ উদ্দিন নাহিয়ান, লে. কে এম শাফিউল কিঞ্জল, এম তৌহিদুল ইসলাম, মো. শহিদুজ্জামান। প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেয়েছেন-ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কমান্ডার এ কে এম মিজানুর রহমান, লে. কমান্ডার সোহেল মোল্লা, লে. কমান্ডার মো. আশিক আহমেদ, লে. কাজী আল-আমিন, লে. শামস্ সাদেকীন নির্নয়, লে. কাজী আকিব আরাফাত, এম নজরুল ইসলাম, নাসিফুর রহমান, আব্দুল মান্নান। বাংলাদেশ কোস্ট গার্ড পদক-সেবা (বিসিজিএমএস) পেয়েছেন-কমডোর (বর্তমানে রিয়ার এডমিরাল) মোহাম্মদ আনোয়ার হোসেন, ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন, ক্যাপ্টেন মোহাম্মদ শরীফুল হক খান,ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল কাদের, লে. কমান্ডার কাজী মো. জাহেদুল ইসলাম, অ. সা. লে. এম রোকন উদ্দিন, এম মাহবুব আলম, সজিবুজ্জামান জনি, মো. সিদ্দিকুর রহমান, এম জাহাঙ্গীর আলম। প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক- সেবা (পিসিজিএমএস) পেয়েছেন-ক্যাপ্টেন (বর্তমানে কমডোর) মোহাম্মদ নাজমুল হাসান, ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুল বিল্যাহ, কমান্ডার আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কমান্ডার আবু তাহের মোহাম্মদ আতিকুল্যাহ, লে. ফারাব্বী সাদিক শুভ, এম জসিম উদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম, শাহিনুল ইসলাম, ইছানুর রহমান, কামাল হোসেন চৌধুরী। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। এছাড়া কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন পদক | পেলেন | ৪০ | কোস্ট | গার্ড | সদস্য