প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তিন লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমাবার (২০ জুন) অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের উপস্থিতিতে সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছে এই সহয়তা তুলে দেয়া হয়।
এ সময় অধিদপ্তরের মহাপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পক্ষ থেকে দুই লাখ টাকার চেক তুলে দেন। এছাড়া অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার, সিলেট বরাবর বন্যা দুর্গতদের জন্য নগদ ১ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা কবলিতদের জন্য ত্রাণ ও কল্যাণ তহবিল গঠন করা হয়েছে । এছাড়া বন্যাদুর্গত এলাকার মানুষকে উদ্ধার ও সহায়তা প্রদানের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বেসামরিক প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থা।