লাইফস্টাইল

খামখেয়ালি আবহাওয়ায় শিশুর শরীরে পানির ঘাটতি বুঝবেন যেভাবে

খামখেয়ালি আবহাওয়ায় শিশুর শরীরে পানির ঘাটতি বুঝবেন যেভাবে
প্রকৃতিতে শীতের আমেজ যায়নি এখনও। লেপ, কম্বল আলমারিতে উঠে গেলেও ভোরের দিকে হালকা চাদর গায়ে টেনে নিতে হচ্ছে। তবে দিনের বেলায় আবার কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা দিচ্ছে। এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে শিশুদের। স্কুলে যাতায়াতের কারণে এমনিতেই ক্লান্ত থাকে বাচ্চারা। তার উপর পানি কম খাওয়ার কারণে সমস্যা আরও বড় আকার ধারণ করে। এমন খামখেয়ালি আবহাওয়ায় শিশুদের খাবার হজম করতেও অসুবিধা হয়। নানা রকম পেটের সংক্রমণে ভোগে। পেটের সংক্রমণ থেকে বমি ও ডায়রিয়াও শুরু হয়। ফলে শরীর থেকে পানি এবং প্রয়োজনীয় নানা উপাদান বাইরে বেরিয়ে যায়।

আপনার সন্তানও পানিশূন্যতায় ভুগছে কি না, বুঝবেন যেভাবে-

শিশুর শরীরে পানির ঘাটতি হলে ঠোঁট ও মুখের চারপাশ শুকিয়ে যায়। সে দিকে নজর রাখুন। যদি এমন হয়, তা হলে শিশুকে ভাল করে পানি খাওয়ান। পানি বেশী রয়েছে, এমন ফল খাওয়ানোও জরুরি। শরীরে পানির ঘাটতি দেখা দিলে তার প্রস্রাব হলুদ রঙের হবে। শিশু যদি দু’-তিন ঘন্টা অন্তর প্রস্রাব না করে, তা হলেও বু‌ঝবেন, তার শরীরে পানির ঘাটতি হয়েছে।
শিশু,পানি-শূণ্যতা
শিশু,পানি-শূণ্যতা
ডিহাইড্রেশন হলে শিশুরা সারাক্ষণ ঝিমাতে থাকে। খেলাধুলা না করে দিনের বেশির ভাগ সময়েই ঘুমিয়ে থাকতে চায়। এই প্রবণতা দেখা দিলে এখনই সাবধান হোন। শিশুর শরীরে পানির ঘাটতি হলে তার মেজাজ বিগড়ে যেতে পারে। শিশু সব সময়ে ঘ্যানঘ্যান করলে বা কান্নাকাটি করলে, তার শরীরে পানির ঘাটতি দেখা দিয়েছে কি না দেখুন। সে ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

সন্তানকে সুস্থ করে তুলতে অভিভাবকদের করণীয়-

শিশুর শরীরে এ লক্ষণগুলি দেখা গেলেই আপনাকে সতর্ক হতে হবে। শিশুর যাতে পর্যাপ্ত পরিমাণে পানি খায়, সে দিকে নজর দিন। এক বোতল পানিতে এক প্যাকেট ওআরএস গুলে রাখুন। মাঝেমাঝেই সেই পানি শিশুকে খাওয়াতে থাকুন। যদি দেখেন, শিশু যে মাত্রায় পানি খাচ্ছে, তার বেশি পরিমাণ পানি শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তা হলে কিন্তু চিকিৎসকরের পরামর্শ নিতে হবে। অনেক ক্ষেত্রেই ওষুধ খাওয়ার পরেও বমি বন্ধ হয় না, সে ক্ষেত্রে শিশুদের হাসপাতালে ভর্তি করাতে হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন খামখেয়ালি | আবহাওয়ায় | শিশুর | শরীরে | পানির | ঘাটতি | বুঝবেন | যেভাবে