হলিউড

৯৬ তম অস্কারে ‘ওপেনহেইমার’ ছবির জয়জয়কার

৯৬ তম অস্কারে ‘ওপেনহেইমার’ ছবির জয়জয়কার
৯৬ তম অস্কারে ‘ওপেনহেইমার’ ছবির জয়জয়কার। এবারের আসরে ১৩টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিল ছবিটি। শেষ পর্যন্ত সেরা অভিনেতা, সেরা সহঅভিনেতা ও সেরা পরিচালকসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ছবিটি। ‘ওপেনহেইমার’ ছবিটি এবারের আসরে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। সেরা পরিচালক এই ছবিরই ক্রিস্টোফার নোলান। সেরা অভিনেতা একই ছবির সিলিয়ান মারফি, সেরা সহ অভিনেতা একই ছবির রবার্ট ডাউনি জুনিয়র। এছাড়াও ছবিটি চলচ্চিত্র সম্পাদনা, সিনেমাটোগ্রাফি এবং মূল স্কোর জিতেছে। সেরা চলচ্চিত্র, ক্রিস্টোফার নোলানের জন্য সেরা পরিচালক, সিলিয়ান মারফির জন্য সেরা অভিনেতা এবং রবার্ট ডাউনি জুনিয়রের জন্য সেরা সহায়ক অভিনেতা সহ আজ রাতে সাতটি জিতেছিলেন। ‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ‘ওপেনহেইমারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। ‘ওপেনহেইমার’ নির্মাণের জন্য সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কারও পেয়েছেন ক্রিস্টোফার নোলান। এবারের আসরে সেরা অভিন্ত্রেীর পুরস্কার জিতেছেন ‘পুওর থিংস’-এর জন্য  এমা স্টোন। লস অ্যাঞ্জেলেসে ৯৬ তম অস্কারের আসর বসেছিলো। সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান ‘দ্য হোল্ডওভারে তারকা ডা'ভাইন জয় ওন্ডলফ।

এ সম্পর্কিত আরও পড়ুন ৯৬ | তম | অস্কারে | ওপেনহেইমার | ছবির | জয়জয়কার