পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজাউল করিম তার ছেলের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করে । বোদা থানা পুলিশ আল মামুনকে (২৫) গ্রেফতার করেছে।
গেলো সোমবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার জমাদারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
আজ মঙ্গলবার (২১ জুন) বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আল মামুন সোমবার সন্ধ্যায় তার মা মুনিয়ারার কাছে মাদক কেনার জন্য টাকা চায়। এসময় তার মা তাকে টাকা দিতে অপারকতা জানালে মামুন তার মাকে কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে হত্যার উদ্দেশ্যে বুকে পা রেখে গলা টিপে ধরে। এ সময় তার বাবা রেজাউল স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে।
একপর্যায়ে মামুন তার বাবা কেও এলোপাথাড়ি কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে বুকে পা রেখে গলা টিপে ধরে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুনিয়ারা ও রেজাউলকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সোমবার দিনগত গভীর রাতেই রেজাউল করিম তার ছেলে আল মামুনের বিরুদ্ধে বোদা থানায় অভিযোগ দায়ের করেন ।
ছেলে আল মামুন কে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।