জাতীয়

আরও ১৭৯ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে

আরও ১৭৯ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
মিয়ানমা্রের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে লড়াইয়ের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১৭৯ সদস্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের নিরস্ত্র করে জামছড়ি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে নিজেদের হেফাজতে নিয়েছে বিজিবি। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় বিজিপি সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আবছার জানান, বিজিপির ১৭৯ জন সদস্য জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা আষাঢ়তলী এলাকায় নুরুল আলম কোম্পানির লেবু বাগান হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, মিয়ানমার সেনা, সীমান্ত রক্ষী বাহিনী ও ইমিগ্রেশনের সদস্যরা অনুপ্রবেশ করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্র করে জামছড়ি বিজিবি ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে। এদের পরবর্তীতে জামছড়ি বিজিবি প্রাইমারি স্কুলে রাখা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় বিষয়টি সতর্কভাবে দেখা হচ্ছে। মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের পুনরায় ফেরত পাঠানো হবে। সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি, প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। প্রসঙ্গত, এর আগে আজ সকালে ২৯ জন বিজিপি সদস্য মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন আরও | ১৭৯ | বিজিপি | সদস্য | আশ্রয় | নিলো | বাংলাদেশে