প্রবাস

রোজা-তারাবি শুরু নিয়ে বিভ্রান্তিতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি

রোজা-তারাবি শুরু নিয়ে বিভ্রান্তিতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি
মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার(১২ মার্চ) প্রথম রোজা পালন করবেন দেশটিতে থাকা মুসলমান সম্প্রদায়। রোববার যুক্তরাষ্ট্রের আকাশে চাঁদ না দেখা যাওয়ায় সোমবার(১১ মার্চ) প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে দেশটিতে। উত্তর আমেরিকার কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দিয়েছে। জ্যামাইকা মুসলিম সেন্টারও মঙ্গলবার থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে। এদিকে, রোজা পালন ও তারাবির নামাজ পড়া নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। দুই- তিনটি ছাড়া বাংলাদেশি  কমিউনিটির বেশির ভাগ মসজিদেই এরইমধ্যে রোববার থেকে তারাবির নামাজ শুরু হয়ে গেছে। এসব মসজিদে তারাবি পড়া মুসল্লিদের যুক্তি, যেহেতু সৌদি আরব প্রথম রোজা রাখার তারিখ ঘোষণা করেছে, তাই তারা তাদেরটাই অনুসরণ করবো। আল নূর ইসলামিক সেন্টারের ইমামও বলেছেন, তারা মঙ্গলবার থেকে প্রথম রোজা শুরু করবেন না। এর আগে, ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা এক বিবৃতিতে জানিয়েছিলো রোববার তারাবির নামাজ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সোমবার থেকে রোজা পালন করবেন দেশটির মুসলমানেরা। ওই বিবৃতিতে বলা হয়, ১৪৪৫ হিজরির রমজানের প্রথম দিন হবে সোমবার। আর প্রথম তারাবির নামাজ আদায় করা হবে রোববার রাতে। ওই বিবৃতিতে আরও আরও বলা হয়, ১০ মার্চ এ নতুন চাঁদ উঠবে। এ দিন সূর্য থেকে চাঁদের দূরত্ব ৮ ডিগ্রির বেশি থাকবে। এছাড়া উত্তর আমেরিকার সব অঞ্চলে চাঁদ ৫ ডিগ্রির উপরে থাকবে। জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজানের তারিখ ঘোষণা করে থাকে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলো। এ হিসাব অনুসারে রবিবার রমজান মাসের চাঁদের জন্ম হবে। রমজান ও শাওয়াল মাসসহ সব চন্দ্রমাসের হিসাবের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানকে স্বীকৃতি দেয় ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা। তবে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান ও ঈদের তারিখ নির্ধারণে খালি চোখে চাঁদ দেখার পদ্ধতি ব্যবহার করা হয়। কেউ খালি চোখে চাঁদ দেখার স্বীকৃতি দিলে তার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন রোজাতারাবি | শুরু | নিয়ে | বিভ্রান্তিতে | যুক্তরাষ্ট্রের | বাংলাদেশি | কমিউনিটি