আর্কাইভ থেকে বাংলাদেশ

সৌদিতে আরও দুই বাংলাদেশির মৃত্যু

সৌদিতে আরও দুই বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট ছয় বাংলাদেশির মৃত্যু হলো।  

বুধবার (২২ জুন) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এরআগে ১৭ জুন দুজন আর ১১ জুন ও ১৬ জুন আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।   

মৃতব্যাক্তিরা হলো- মো. আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭)। তারা দুজনই গতকাল (২১ জুন) মারা যান।   

আবদুল জলিলের বাড়ি রংপুরের পীরগাছার তাম্বুলপুরে। তার পাসপোর্ট নম্বর BX0552614। আর বিউটি বেগম রাজধানী ঢাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর EA0009584।   

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন সৌদিতে | আরও | দুই | বাংলাদেশির | মৃত্যু