ফুটবল

আলিসনের পর ছিটকে গেলেন এদেরসন, বদলি যিনি

আলিসনের পর ছিটকে গেলেন এদেরসন, বদলি যিনি
ইনজুরির কারণে ব্রাজিলের নিয়মিত গোলরক্ষক আলিসন বেকার ছিলেন না স্কোয়াডে।  এবার তারা হারিয়ে ফেলল আরেক গোলকিপার এদেরসনকেও।  তার বদলে দলে ডাক পেয়েছেন লিও জারদিম। গত রোববার (১২ মার্চ) ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচে চোট পান ম্যানসিটির হয়ে খেলা এদারসন। তিনি আসন্ন ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না বলে তাঁর বদলি হিসেবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দলে ডেকেছেন ভাস্কো দা গামার লিও জারদিমকে। জারদিম ছাড়াও ব্রাজিল দলে গোলকিপার হিসেবে আছেন অ্যাথলেটিকো পারানায়েন্সের বেন্তো ও সাও পাওলোর রাফায়েল। শুধু এদেরসনই নন, চোটের কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন পিএসজির মার্কিনিওস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। মার্কিনিওসের পরিবর্তে ফ্লামেঙ্গোর লেফট ব্যাক ফাবরিসিও ব্রুনো ও মার্তিনেল্লির জায়গায় পোর্তোর স্ট্রাইকার গালেনোকে ডেকেছেন দরিভাল। মার্চের ২৩ ও ২৬ তারিখে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৩ মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলার তিন দিন পর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।    

এ সম্পর্কিত আরও পড়ুন আলিসনের | ছিটকে | গেলেন | এদেরসন | বদলি | যিনি