আর্কাইভ থেকে বাংলাদেশ

উইঘুর বিষয়ক আইনে ক্ষুব্ধ চীন

উইঘুর বিষয়ক আইনে ক্ষুব্ধ চীন

সংখ্যালঘু মুসলিমদের জোরপূর্বক কাজে বাধ্য করা প্রতিরোধ বিষয়ক ‘উইঘুর বিষয়ক আইন’ মঙ্গলবার (২১ জুন) থেকে কার্যকর করে যুক্তরাষ্ট্র। এতে ক্ষুব্ধ চীন। 

গেলো বছরের ডিসেম্বরে এই আইনে স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর গতকাল তা পাশ করা হয়। এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দমনপীড়নের সাথে তুলনা করেছে বেইজিং। সুত্র: বিবিসি

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, মিথ্যার ওপর ভিত্তি করে উইঘুর বিষয়ক আইন পাস করেছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, সংখ্যালঘুদের জোরপূর্বক কাজে বাধ্য করছে চীন সরকার। এমনকি, জিনজিয়াংয়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর অনৈতিকভাবে আরোপিত হলো নিষেধাজ্ঞা। 

তিনি আরও বলেন, আইনের অজুহাত দিয়ে আসলে প্রদেশটিকে পৃথক করতে চায় যুক্তরাষ্ট্র, বাড়াতে চায় বেকারত্ব। মার্কিন এ দমনপীড়ন স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন।

যুক্তরাষ্ট্রের দেয়া তথ্যমতে, ২০১৭ সালের এপ্রিল থেকে চীনা সরকার উইঘুরের মুসলমানদের ওপরে নির্যাতন চালিয়ে আসছে। বর্তমানে কম করে হলেও ১০ হাজার মুসলিম শ্রমিককে জোরপূর্বক চীনা প্রতিষ্ঠানগুলোতে কাজ করানো হচ্ছে। তাদের অনেককেই কোনো ধরনের মজুরি দেয়া হচ্ছে না, কিংবা দিলেও তা অপ্রতুল।
 
কেবল যুক্তরাষ্ট্র নয়, বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনও তুলেছে একই অভিযোগ। সংগঠনগুলো বলেছে, উইঘুরে মুসলিমদের কড়া নজরদারিতে রেখেছে চীনা সরকার। তাদের বিনা কারণে আটক করা হচ্ছে, করা হচ্ছে নির্যাতন। এমনকি উইঘুরের নারীদের জোরপূর্বক বন্ধ্যাকরণের মতো জঘন্য কাজ করেছে চীনা সরকার- এমনটাই অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর।
 
যুক্তরাষ্ট্র উইঘুর থেকে মূলত তুলা ও টমেটো আমদানি করত। কিন্তু নতুন আইনের ফলে, চীন তাদের নীতিতে পরিবর্তন না আনলে উইঘুর থেকে আর কোনো ধরনের পণ্য আমদানি করবে না যুক্তরাষ্ট্র।

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন উইঘুর | বিষয়ক | আইনে | ক্ষুব্ধ | চীন