বাংলাদেশ

হয়রানি-ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পেলেন ২৫ তরুণ-তরুণী

হয়রানি-ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পেলেন ২৫ তরুণ-তরুণী
কোন প্রকার হয়রানি ও ঘুষ ছাড়াই পঞ্চগড় জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেয়েছেন ২৫ তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। বুধবার (১৩ মার্চ) রাতে পঞ্চগড় পুলিশ লাইনে নতুন চাকরি পাওয়ায় এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। জানা যায়, ‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সাধারণ মানুষের নিরাপত্তায় জানুয়ারি ২০২৪ এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। এ সময় এক আনন্দঘন মুহূর্ত দেখা গেছে পুলিশ লাইনে। সদ্য নিয়োগ পাওয়া সাকিবা জান্নাত শাম্মী বলেন, জীবনে প্রথমবার চাকরির আবেদন করে আজ নিজের মেধা ও যোগ্যতায় চাকরি পাওয়ায় তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ পুলিশকে। তিনি স্কুল পর্যায়ে হ্যান্ডবল খেলোয়াড় হিসেবে দেশ-বিদেশে খেলেছেন। পালন করেছেন অধিনায়কের দায়িত্ব, অর্জন করেছি শিরোপাও। এবার বাংলাদেশ পুলিশের হয়ে খেলতে চান। সেবা করতে চান মানুষের। বাংলাদেশ পুলিশের হয়ে শিরোপা অর্জন করতে চান। এর এক উত্তীর্ণ প্রার্থী অপু হায়দার জানান, তাঁর বাবা মারা যাওয়ার পরে মহানন্দা নদীতে পাথর উত্তোলন করে পরিবার খরচ ও নিজের পড়লেখার খরচ চালাতেন। পুলিশের চাকরি পেয়ে তিনি আনন্দিত। তিনি তাঁর পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার করছিলেন। তিনি সবার কাছে দোয়া চা্ন। তিনিও যেন এই  চাকরির মাধ্যমে মানুষের সেবা করতে পারেন। পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা গণমাধ্যমকে বলেন, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ চাকরি পেল ২৫ তরুণ-তরুণী। যারা আজ নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি। তাদের মাত্র আবেদন করতে যে খরচ হয়েছে ১২০ টাকা, সেটিই তাদের খরচ। তিনি প্রত্যাশা করেন, আজকে যারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হলেন তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তাদের জন্য  অনেক শুভকামনা জানান তিনি। প্রসঙ্গত, নিয়োগ পাওয়া ২৫ জনের মধ্যে ২১ জন তরুণ ও চার জন তরুণী।

এ সম্পর্কিত আরও পড়ুন হয়রানিঘুষ | ছাড়াই | পুলিশে | চাকরি | পেলেন | ২৫ | তরুণতরুণী