আর্কাইভ থেকে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নিম্নাঞ্চল প্লাবিত, ৫৭টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় নিম্নাঞ্চল প্লাবিত, ৫৭টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েক দিনের টানা বৃষ্টিতে তিতাস নদীসহ অন্যান্য নদীর পানিও বাড়ছে। এতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, নাসিরনগর ও বিজয়নগরসহ তিন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

এরই মধ্যে বিভিন্ন অঞ্চলের সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া নিম্নাঞ্চলের অনেক ঘরবাড়িতে পানি ঢুকেছে।

নাসিরনগর উপজেলার বুড়িশ্বর, কুন্ডা, ভলাকুট, গোয়ালনগর, ধরমণ্ডল, গোকর্ণ ও চাপরতলা ইউনিয়নের বেশির ভাগ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার দুর্গতদের জন্য ২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

বন্যার জন্য এরই মধ্যে জেলার তিন উপজেলার ৫৭টি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়ায় | নিম্নাঞ্চল | প্লাবিত | ৫৭টি | প্রাথমিক | বিদ্যালয় | বন্ধ