আর্কাইভ থেকে বাংলাদেশ

ঘরের মাঠেই আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানালো ব্রাজিল

ঘরের মাঠেই আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানালো ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ের ‘বাতিল’ সেই ম্যাচটি খেলতে আগ্রহী ছিলনা ব্রাজিল ও আর্জেন্টিনা। যদিও এরই মধ্যে দুই দলই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলায় ম্যাচটি দুদলের কাছেই এখন গুরুত্বহীন।

কিন্তু হাজারও চেষ্টা করেও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ‘বাতিল’ সেই ম্যাচটি এড়িয়ে যেতে পারছে না আর্জেন্টিনা। ফিফার নির্দেশ, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে খেলতে হবে সেই ম্যাচ। তাই ব্রাজিলকে ম্যাচের ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় ফিফা। আর সেই ম্যাচের জন্য ঘরের মাঠকেই বেছে নিয়েছে ব্রাজিল।

ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানিয়েছে, ব্রাজিলের সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্সে হবে ম্যাচটি। 

তাই কাতার বিশ্বকাপের আগে আরও একবার লাতিন আমেরিকার দুই পরাশক্তির দ্বৈরথ উপভোগ করতে যাচ্ছে ফুটবলবিশ্ব।

এ ম্যাচের জন্য অবশ্য আরও দুটি ভেন্যু পছন্দের তালিকায় রেখেছিল সিবিএফ। তা হলো— যুক্তরাষ্ট্র ও ইউরোপ।

উল্লেখ্য, এই সাও পাওলোতে-ই গত বছর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের অগ্নিগর্ভ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।

ম্যাচের ৭ মিনিটের মাথায় কোভিড বিধিনিষেধ ভাঙার অভিযোগে আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ধরতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এতে বেধে যায় লংকাকাণ্ড। স্থগিত হয়ে যায় ম্যাচ।

এ সম্পর্কিত আরও পড়ুন ঘরের | মাঠেই | আর্জেন্টিনাকে | আমন্ত্রণ | জানালো | ব্রাজিল