আর্কাইভ থেকে বাংলাদেশ

এবার বরিশালে ‘স্বপ্ন-পদ্মা-সেতু’

এবার বরিশালে ‘স্বপ্ন-পদ্মা-সেতু’

নারায়ণগঞ্জের পর এবার বরিশালে জন্ম নেয়া তিন কন্যাশিশুর নামকরণ করা হয়েছে  ‘স্বপ্ন-পদ্মা-সেতু’।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সা‌ড়ে ৭টায় নুরুন্নাহারকে নগরীর সদর রোডে ডা. মোখ‌লেছুর রহমান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টা‌রে ভর্তি করা হয়।  ৮টার দিকে জরুরি ভিত্তিতে ডা. মুন্সী মুবিনুল হক অস্ত্রোপচার করেন। সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয়া তিন নবজাতক ও তার মা সুস্থ আছেন।

তিন কন্যা সন্তানের জনক  বাবু সিকদার  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়ার বাসিন্দা । তিনি পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেলের চালক। ১৪ মাস আগে নুরুন্নাহার বেগমের সঙ্গে তার বিয়ে হয়। এবারই তাদের প্রথম সন্তান। 

তারা জানান, পদ্মা সেতু উদ্বোধনের মাত্র দুদিন বাকী। এ সময় তিন কন্যা সন্তান পৃথিবীর মুখ দেখেছে। এই খুশিতে তাদের নাম রেখেছি স্বপ্ন, পদ্মা ও সেতু।

হাসপাতালের নার্স ও চিকিৎসকরা জানান, ভূমিষ্ঠ তিন কন্যা ও তার মা এখন আশঙ্কামুক্ত ও সুস্থ্ আছেন। সদ্য ভূমিষ্ঠ শিশুদের মধ্যে দুজনের ওজন দেড় কেজি এবং একজনের ১ কেজি ৪০০ গ্রাম। তারা এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | বরিশালে | স্বপ্নপদ্মাসেতু