দেশজুড়ে

জবি শিক্ষার্থীর আত্মহত্যা : সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান আটক

জবি শিক্ষার্থীর আত্মহত্যা : সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান আটক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা আত্মহত্যার ঘটনায় সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় তাদের আটক করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিমপি) মোঃ হাবিবুর রহমান। ডিএমপি কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর থেকে এই দুইজনকে নজরদারিতে রাখা হয়ছিল। তারা পুলিশের হেফাজত রয়েছেন। তবে গোয়েন্দারা তাদের কোথা থেকে এবং কখন নিজেদের হেফাজতে নিয়েছেন তা বলেননি তিনি। কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান,  তাদের একটি টিম এ নিয়ে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কাজ করছে। এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে। এদিকে অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার (১৬ মার্চ) বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করে। তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে, সোমবার (১৮ মার্চ) ভিসি কার্যালয় ঘেরাও করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন জবি | শিক্ষার্থীর | আত্মহত্যা | | সহকারী | প্রক্টর | দ্বীন | ইসলাম | ও | আম্মান | আটক