ক্রিকেট

জেনিথ লিয়ানাগের সেঞ্চুরিতে লঙ্কানদের সংগ্রহ ২৩৫

জেনিথ লিয়ানাগের সেঞ্চুরিতে লঙ্কানদের সংগ্রহ ২৩৫
ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ইনিংস খেললেন শ্রীলঙ্কার ব্যাটার জেনিথ লিয়ানাগে। পুরো ম্যাচে একাই লড়াই করলেন। বাউন্ডারি হাঁকিয়ে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। তার সেঞ্চুরিতেই লড়াই করার মতো ২৩৫ রানের পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৩৬ রান। আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ পান ২টি করে উইকেট। রিশাদ হোসেন ও সৌম্য সরকার নেন একটি করে উইকেট। বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন। শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

এ সম্পর্কিত আরও পড়ুন জেনিথ | লিয়ানাগের | সেঞ্চুরিতে | লঙ্কানদের | সংগ্রহ | ২৩৫