রাজনীতি

খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়ে যা জানালেন আইনমন্ত্রী

খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়ে যা জানালেন আইনমন্ত্রী
খালেদা জিয়ার সাজা স্থাগিতের মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় প্রধানমন্ত্রী চাইলেও তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে না। বললেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (১৮ মার্চ) গণমাধ্যমকে তিনি এই তথ্য জানিয়েছেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। পরে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম সাত্তার আবেদনের চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন। বর্তমানে আবেদনের কপিটি আইন মন্ত্রণালয়ে রয়েছে। বুধবার (৬ মার্চ) শামীম ইস্কান্দার বলেন, বেগম জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার জীবন রক্ষায় দেশের বাইরে চিকিৎসা দরকার। এজন্য স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা | জিয়ার | সাজা | স্থগিতের | বিষয়ে | জানালেন | আইনমন্ত্রী