অপরাধ

বিএসটিআইয়ের অভিযানে মুসলিম ও ভাগ্যকূল দুই বেকারীকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে মুসলিম ও ভাগ্যকূল দুই বেকারীকে জরিমানা
রাজধানীর মিরপুর এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে মুসলিম সুইটস এন্ড বেকারী ও ভাগ্যকূল সুইটস এন্ড বেকারীকে জরিমানা করা হয়। পৃথক দুই বেকারীকে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করেন আদালত। সোমবার (১৮মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা’র নেতৃত্বে ডিএমপির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুসলিম সুইটস এন্ড বেকারীর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে বিক্রয় করার অপরাধে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাগ্যকূল সুইটস এন্ড বেকারীকে পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ আইন অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। অন্যদিকে, নামবিহীন একটি বেকারী মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়। তাছাড়া পিউরো ফুডস লিঃ, মিঠাই বেকারী এন্ড সুইটস ও তালুকদার ফুডস এ বিএসটিআই লাইসেন্স হালনাগাদ পাওয়া যায়। প্রসঙ্গত, জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এএম/  

এ সম্পর্কিত আরও পড়ুন বিএসটিআইয়ের | অভিযানে | মুসলিম | ও | ভাগ্যকূল | দুই | বেকারীকে | জরিমানা