ক্রিকেট

লঙ্কানদের বিপক্ষে টেস্টে নতুন দুই মুখ

লঙ্কানদের বিপক্ষে টেস্টে নতুন দুই মুখ
ঘরের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ জয় লাভ করেছে বাংলাদেশ। এভার লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবে টাইগাররা।  সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সোমবার (১৮ মার্চ) যথারীতি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা টেস্ট দলে দুই নতুন মুখ পেসার মুশফিক হাসান ও নাহিদ রানা। ওয়ানডে সিরিজের মাঝ পথে দল থেকে ছিটকে পড়া লিটন দাস আছেন দলে। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ গড়াবে ২২ মার্চ। আর ২য় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ মার্চ।  সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। বাংলাদেশের ১ম টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।  

এ সম্পর্কিত আরও পড়ুন লঙ্কানদের | বিপক্ষে | টেস্টে | নতুন | দুই | মুখ