রাজধানীর বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি। শীত শেষে ধীরে ধীরে তাপ ছড়াচ্ছে প্রকৃতি। প্রতিদিনই বাড়ছে গরম। এর মধ্যেই স্বস্তির বার্তা নিয়ে এলো একপশলা বৃষ্টি। তবে স্বস্তির মধ্যেও ছিল ভোগান্তি। বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সৃষ্টি হয়েছে যানজটও। এমনিতেই ইফতারের আগ মুহূর্তে ঢাকায় যানজট থাকে। আজ তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর রাজারবাগ, পল্টন, গুলিস্তান ও শান্তিনগর এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিকেলের ঘণ্টা খানেকের বৃষ্টির পর এসব এলাকার রাস্তায় রাস্তায় পানি জমে আছে। ফলে যানবাহনগুলো গতি কমিয়ে চলতে হচ্ছে। এর ফলে যানজট দেখা দিয়েছে। বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে।
যানজটে থাকা এক যাত্রী মাহমুদ উদ্দিন বলেন, বিকেলের বৃষ্টির পর থেকে রাজারবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজট, আরেকদিকে জলাবদ্ধতার কারণে গাড়ি সামনের দিকে এগোচ্ছে না। প্রায় এক ঘণ্টা পার হয়ে গেল, অথচ গাড়ি নড়ছে না।
শান্তিনগর এলাকায় আরেকযাত্রী মো. আনোয়ার বলেন, ৪টা থেকে গাড়িতে বসে আছি। এখন ৫টা বাজতে চলল। কিন্তু যানজট কমার কোনো নামই নেই। রোজা শুরু হওয়ার পর থেকে এমনিতেই বিকেলের দিকে যানজট হয়। কিন্তু আজ বৃষ্টির কারণে যানজটের পরিমাণ আরও বেশি। রাস্তায় পানি থাকার কারণে যানবাহন এগোতে পারছে না।
বৃষ্টির পর সৃষ্ট যানজট নিয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্র্যাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমতিয়াজ গণমাধ্যমে বলেন, বিকেলের বৃষ্টির পর কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির শুরুতে যানচলাচল ধীরগতিতে ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। এর ফলে বর্তমানে রাস্তায় যানজট রয়েছে। যানজট নিয়ন্ত্রণ করতে আমরা কাজ করে যাচ্ছি।
এএম/