আইন-বিচার

মাদক সংক্রান্ত অপরাধে ২০২৩ সালে রেকর্ড মৃত্যুদণ্ড

মাদক সংক্রান্ত অপরাধে ২০২৩ সালে রেকর্ড মৃত্যুদণ্ড
বিশ্বজুড়ে মাদক সংক্রান্ত অপরাধের জন্য ২০২৩ সালে কমপক্ষে ৪৬৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। লন্ডন ভিত্তিক সংস্থা হার্ম রিডাকশন ইন্টারন্যাশনাল (এইচআরআই) বার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। সংস্থাটি ২০০৭ সাল থেকে মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ডের কার্যকরের বিষয়টি প্রকাশ করে আসছে। মৃত্যুদণ্ডের এই সংখ্যা যা একটি নতুন রেকর্ড। মঙ্গলবার প্রকাশিত এইচআরআই-এর প্রতিবেদনে বলা হয়- চীন, ভিয়েতনাম এবং উত্তর কোরিয়ায় মাদক সংক্রান্ত অপরাধের জন্য সংঘটিত মৃত্যুদণ্ডের হিসাব না থাকা সত্ত্বেও, ২০২৩ সালে ৪৬৭টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৪৪ শতাংশ বেশি। সংস্থাটি বলেছে, গেলো বছর বিশ্বজুড়ে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের প্রায় ৪২ শতাংশই মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এইচআরআই আরও জানিয়েছে- ইরান, কুয়েত এবং সিঙ্গাপুরসহ দেশগুলোতে মাদক সম্পর্কিত মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে তারা। চীন মৃত্যুদণ্ডের তথ্যকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসাবে বিবেচনা করে এবং ভিয়েতনাম এবং উত্তর কোরিয়াসহ দেশগুলোতেও এ বিষয়ে গোপনীয়তা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডের বিষয়ে তথ্যের ফাঁক রয়ে গেছে, যার অর্থ ২০২৩ সালে অনেক মৃত্যুদণ্ড অজানা থেকে যায়। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, চীন, ইরান, উত্তর কোরিয়া, সৌদি আরব এবং থাইল্যান্ডের জন্য কোন সঠিক পরিসংখ্যান প্রদান করা যায় না। এই দেশগুলো প্রকাশ না করলেও মাদক অপরাধের জন্য নিয়মিতভাবে উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে বলে মনে করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, মহামারী চলাকালীন দুই বছরের বিরতির পরে সিঙ্গাপুর ২০২২ সালের মার্চ মাসে পুনরায় মৃত্যুদণ্ড কার্যকর শুরু করার পরে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। হিউম্যান রাইটস ওয়াচ অনুসারে, ২০২২ সালে প্রায় ১১ জন এবং ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত কমপক্ষে ১৬ জনের ফাঁসি কার্যকর করে সিঙ্গাপুর। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে সারিদেউই জামানি নামে একজন নারীও ছিলেন, যিনি ২০১৮ সালে মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন৷ প্রায় ২০ বছর ধরে দেশটিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রথম নারী৷ উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী- ইচ্ছাকৃত নয় এবং সবচেয়ে গুরুতর প্রকৃতির অপরাধের জন্য মৃত্যুদণ্ডের ব্যবহার নিষিদ্ধ। জাতিসংঘ জোর দিয়ে বলেছে, মাদকের অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া উচিত নয়। কিছু দেশ সাম্প্রতিক বছরগুলিতে তাদের মৃত্যুদণ্ডের শাসন ব্যবস্থার সংস্কারের দিকে এগিয়েছে যেখানে মালয়েশিয়া মাদকসহ বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের অবসান ঘটিয়েছে এবং পাকিস্তান তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কিছু লঙ্ঘনের জন্য আরোপ করা যেতে পারে এমন শাস্তির তালিকা থেকে মৃত্যুদণ্ড প্রত্যাহার করেছে। তারপরও অনেক দেশে আসামিদের মাদক অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন মাদক | সংক্রান্ত | অপরাধে | ২০২৩ | সালে | রেকর্ড | মৃত্যুদণ্ড