অর্থনীতি

যে কারণে আদানির সম্পদমূল্য কমলো ১২৪০ কোটি ডলার

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে কোটি কোটি টাকার ঘুষ ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠায় তার প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে ২০ শতাংশ বা ১২৪০ কোটি ডলার

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ফোর্বস ম্যাগাজিন।

এতে বলা হয়,  আদানির ব্যক্তিগত সম্পদের মূল্য কমেছে। আজ একপর্যায়ে গৌতম আদানির সম্পদমূল্য কমে যায় ১২ দশমিক ৪ বিলিয়ন বা ১ হাজার ২৪০ কোটি ডলার। তবে পরে শেয়ারের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় সম্পদমূল্য হ্রাসের পরিমাণ কিছুটা কমে ১০ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৫০ কোটি ডলারে নেমে আসে।

ইকোনমিক টাইমস জানিয়েছে, এ ঘটনার পরে যুক্তরাষ্ট্রের বাজারে আদানি গ্রিন এনার্জির যে বন্ড ছাড়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৌতম আদানিসহ  সাতজন ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি পেতে দেশটির সরকারি কর্মকর্তাদের প্রায় ২ হাজার ২৩৭ কোটি রুপি ঘুষের প্রস্তাব দিয়েছেন

এ বিজ্ঞপ্তির পরেই বিতর্ক শুরু হয়েছে। আদানি গোষ্ঠীর শেয়ারের দামেও তার বড় ধরনের প্রভাব পড়েছে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, বাজার খুলতেই আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ১০ শতাংশ কমেছে। আদানি গ্রিন এনার্জির শেয়ারের দর কমেছে ১৭ শতাংশ। আদানি এনার্জি সলিউশনের দাম কমেছে সবচেয়ে বেশি। এই কোম্পানির শেয়ারের দাম ২০ শতাংশ কমেছে।

এদিকে এক বিবৃতিতে মামলার বিষয় স্বিকার করে আদানি গ্রিন এনার্জি জানায়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি ফৌজদারি ও একটি দেওয়ানি মামলা করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেলা আদালতে এসব মামলা দায়ের হয়েছে। এতে আদানি কোম্পানির পর্ষদ সদস্য গৌতম আদানি ও সাগর আদানির নাম আছে।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে আদানিকে নিয়ে প্রকাশিত হয় হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন। সেই প্রতিবেদনে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারচুপির অভিযোগ ওঠে। এতে ধস নামে আদানির বিভিন্ন কোম্পানির শেয়ার দরে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আদানি