অর্থনীতি

বকেয়া পরিশোধে সময় বেঁধে দিলো আদানি গ্রুপ

বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে নতুন করে সময় বেঁধে দিয়েছে ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ। জুনের মধ্যে বকেয়া পরিশোধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিয়েছে তারা।

রোববার (১৯ জানুয়ারি) পিডিবিকে চিঠি পাঠিয়েছে আদানি গ্রুপ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. রেজাউল করিম

চিঠিতে বলা হয়,  পিডিবির কাছে ভারতীয় এ প্রতিষ্ঠানের পাওনা ৮৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ৬ জানুয়ারি পর্যন্ত পিডিবিকে সরবরাহ করা বিদ্যুতের বিল হিসেবে এ বকেয়া জমেছে পিডিবির কাছে। জুনের মধ্যে বিল পরিশোধ করা না হলে চুক্তি অনুযায়ী বিলম্ব ফি সহ এ পাওনা  পরিশোধ করতে হবে পিডিবির।

পিডিবির এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, বিলে কয়লার দাম নিয়ে বিরোধ আছে। চুক্তি অনুযায়ী কয়লার দাম হিসাব করছে আদানি। আর কয়লার প্রকৃত দাম ধরে বিল হিসাব করছে পিডিবি। তাদের হিসাবে আদানির পাওনা ৭০ কোটি ডলারের মতো। পুরোনো বকেয়া জমলেও এখন নিয়মিত বিল পরিশোধ করা হচ্ছে।

পিডিবি বলছে,গত ৯ জানুয়ারি আদানি ও পিডিবির প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকেই বকেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর ভিত্তিতেই এখন আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আদানি গ্রুপ।

আদানি গ্রুপ জানিয়েছে, বকেয়া শোধ না হওয়ায় তারল্যসংকটে ভুগছে আদানির বিদ্যুৎকেন্দ্র। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া বিল ৩০ জুনের মধ্যে শোধ করা হলে বিলম্ব ফি মওকুফ করার প্রস্তাব করেছে আদানি। পিডিবি ও আদানির স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধের অনুরোধ করেছে তারা

প্রসঙ্গত,    ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার। এতে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ। প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আদানি