জয়ের জন্য শেষ ৩ বলে দুর্বার রাজশাহীর দরকার ছিলো ১১ রান। ৯৭ রান নিয়ে ক্রিজে থাকা এনামুল হক বিজয় হাসান মাহমুদের করা ওভারের চতুর্থ বলটি হাওয়ায় ভাসালেন। তবে সেই ক্যাচ ফেলে দিলেন খুলনার টাইগার্সের ফিল্ডার। এর ফাঁকে দুই রান দৌড়ে নিলেন বিজয়। পঞ্চম বলটি হাসান দিলেন ডট। শেষ বলে ১ রান নিয়ে সেঞ্চুরি সম্পন্ন করলেন বিজয়। কিন্তু তার দল রাজশাহীকে হারতে হলো ৭ রানে।
রোববার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০২ রান পর্যন্ত পৌঁছায় দুর্বার রাজশাহী।